প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সৃষ্টি জগতের শুরু থেকে শেষ তথা আদি পিতা আদম আ থেকে কিয়ামতের দিন পর্যন্ত সকল মাখলুকাত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ রব্বুল আলামীন প্রত্যেককে তার নিধারিত সময়ে ডাক দিবেন। এক মিলি সেকেন্ডও আগ-পিছ হবে না। আল্লাহ তায়ালা যে কোন অবস্থায় তাঁর বান্দাকে ডাক দিবেন। মাতৃগর্ভে বা মায়ের কোলে, বিছানায় কিংবা যুদ্ধের ময়দানে, হাসপাতালে অথবা ব্যস্ত শহরের কোন এক রাস্তায়। অফিসের টেবিলে কিংবা টংয়ের দোকানে। মোদ্দা কথা, বান্দার সর্বদা মৃত্যুর কোলে ঢলে পরার জন্য প্রস্তুত থাকতে হবে। মানুষ গুনাহ করবেই। এটা তার বৈশিষ্ট্য যে, সে গুনাহ করবে পরে আল্লাহ তায়ালার কাছে তওবা করবে। আর আল্লাহ রব্বুল আলামীন তো বলেছেন,
ان الله تواب الرحيم.
অর্থাৎ বান্দা তওবা করলে আল্লাহ তায়ালা কবুল করবেন।
রাসুলুল্লাহ সাঃ বলেছেন,
وروي عن البراء بن عازب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال دبر كل صلاة أستغفر الله وأتوب إليه غفر له وإن كان فر من الزحف
হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি প্রতি নামাযের পর "আসতাগফিরুল্লাহ ওয়াআতুবু ইলাইহি" পাঠ করবে, তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে। এমন কি সে যদি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নও করে থাকে।
অর্থাৎ, মৃত্যুর ফেরেশতা যখন আপনাকে নিতে আসবে আপনার রবের কাছে তখন আমাদের এক মুহুর্তও সুযোগ থাকবে না কোনো আমল করার। যে অবস্থায় থাকব সেই অবস্থায় চলে যেতে হবে। এই হাদিসে নবীজি বলেছেন, আমরা যদি প্রত্যেক নামাজে এই দুয়া পরি তাহলে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন৷ যদি মৃত্যুর সম্মুখে আমি এই দুয়া আর কালেমা পরতে পারি তাহলেই স্বার্থক হবে আমার জীবন। স্বার্থক হবে আমাকে সৃষ্টি করার কারণ।
আল্লাহ তায়ালা আমাদেরকে শেষ নিশ্বাসের সময় কালেমা ও তওবা করার তৌফিক দান করুক।
0 Comments