সমগ্র LoC ও এমনকি আন্তর্জাতিক সীমান্তে এখন ভারী গোলাবর্ষণ শুরু হয়েছে। ভিমবার গলি থেকে নওশেরা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ভারত ও পাকিস্তানের গোলন্দাজরা মরণপণ হামলায় লিপ্ত হয়েছেন।
আজকের সিজফায়ার ভেঙে পড়ার বিষয়টিও রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। ভারত মোটামুটি প্রমাণ সহ দাবি করেছে যে, সিজফায়ার ভারত ভাঙেনি। অপরদিকে, সিজফায়ার লঙ্ঘন যখন শুরু হয়েছে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কেবল Donald J. Trump কে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ওনার কথাবার্তা থেকে এমনটা মনে হয়নি যে, ওনার বাহিনী আবার যুদ্ধে জড়াতে যাচ্ছে।
ওদিকে ইণ্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরিহিত অজানা অপারেটিভ জম্মুর নাগরোতা সেনানিবাসে হানা দিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে মর্মে শোনা যাচ্ছে। সেখানে মাথা কেটে নেওয়ার মতো কাণ্ডও নাকি ঘটেছে। যদিও ভারত এই সম্পূর্ণ তথ্য পুরোপুরি অস্বীকার বা গোপনের চেষ্টা করছে।
জম্মুতে ব্লাকআউট চলছে। এর মাঝে কে বা কারা স্মল আর্মস ফায়ারিং করছে।
ভারতের কাঁচ সহ বিভিন্ন অঞ্চল দিয়ে পাকিস্তানি Drone উড়তে শুরু করেছে। পাঞ্জাবের পাতিয়ালাতে ব্লাকআউট শুরু হয়েছে।
0 Comments