নিজস্ব প্রতিবেদক
ঈশ্বরদী,পাবনা
ঈশ্বরদী,পাবনা
মাধ্যম (Media) শব্দটি দ্বারা বোঝানো হয় যোগাযোগের সেই সব পন্থা, যেগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদান সম্ভব। প্রচলিত ব্যবহারে মিডিয়া বলতে সাধারণত গণমাধ্যম (Mass Media)-কে বোঝানো হয়, যার মাধ্যমে দ্রুত ও ব্যাপক জনগণের কাছে তথ্য পৌঁছানো যায়।
প্রচারণার ক্ষেত্রে মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ পরিভাষা হলো প্রোপাগান্ডা। এটি মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি কৌশল, যার মাধ্যমে আদর্শিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ পূরণ করা হয়। প্রোপাগান্ডা জনমনে হীনমন্যতা তৈরি করে এবং বিভ্রান্তি ছড়িয়ে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয়। এটি এক ধরনের যুদ্ধ হলেও এতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নেই—এই কারণেই একে বলা হয় ঠান্ডা যুদ্ধ (Cold War)।
মিডিয়া গুলো অসৎ সম্প্রদাই (ভার্চুয়াল কমিউনিটি) ও জাল ব্যবস্থা গুলির কল্যাণে কাজ করে। তাদের স্বার্থ অর্জনের জন্যে মিডিয়া গুলো বিভিন্নধরনের গুজব (Disinformation) ছড়িয়ে দেয়। পাশাপাশি কিছু সাধারণ সংবাদকে অতি গুরুত্ব দিয়ে প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করে। আমরা, সাধারণ মানুষ, সেসব খবরের পিছনে ছুটতে ছুটতে প্রকৃত সত্য থেকে বিচ্যুত হই—যেন "কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ানো।"
আমাদের সামনে কখনো হাজির করা হয় "ছেলে ধরার গুজব", আবার কখনো "পরিমণী কাণ্ড" বা"১২ লক্ষ টাকার ছাগল"—এইসব সবই মিডিয়া ষড়যন্ত্রের ধারাবাহিকতা। মাঝে মাঝে খবর আসে "রাসেল ভাইপার" নামক বিষাক্ত সাপের, আর আমরা অভ্যস্ত ভঙ্গিতে সেই চিলের পেছনেই ছুটে চলি। এর মধ্যেই কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী কৌশলে নিজেদের উদ্দেশ্য হাসিলকরে।
রাজনৈতিক উদ্দেশ্যে মিডিয়ার কৌশলী ব্যবহারঃ-
এ ধরনের মিডিয়া ষড়যন্ত্র কেবল সামাজিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং রাজনীতিতে এর ব্যবহার আরও মারাত্মক। উদাহরণস্বরূপ, কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড নিয়ে বিশ্লেষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এই ঘটনার পেছনে উদ্দেশ্য ছিল নির্বাচনের পূর্বে জনদৃষ্টিকে মূল সমস্যা থেকে সরিয়ে অন্যদিকে—বিশেষত পাকিস্তানের দিকে—মোড় ঘোরানো। ফলে নির্বাচনী ব্যর্থতা কিংবা অভ্যন্তরীণ সংকটের দায়ভার চাপানো যায় বাইরের শত্রুর ওপর।
সচেতনতা ও তথ্য বিশ্লেষণ এই পরিস্থিতি থেকে পরিত্রাণের মূল চাবিকাঠি। আমাদের জানতে হবে সংবাদ (News) আর গুজব (Disinformation)-এর পার্থক্য, বুঝতে হবে কোনটি সত্য এবং কোনটি উদ্দেশ্যপ্রণোদিত।
তাই আপনার সামনে কোন সংবাদ আসলে আমাদের কাছে পাঠিয়ে দিন তার সত্যতা যাচাইয়ের লক্ষে। আর খুব সহজেই যেনে নিন উক্ত সংবাদটি news নাকি disinformation ( গুজব)।
0 Comments